চীন আমাকে ফিরে পেতে ফাঁদ পাতছে! করোনা ল্যাব-তত্ত্ব ফাঁস করা বিজ্ঞানীর বিস্ফোরক দাবি

করোনা ল্যাব-তত্ত্ব ফাঁস করা চীনা বিজ্ঞানী লি-মেং ইয়ানের নতুন অভিযোগ—চীন পরিবারকে ব্যবহার করে তাঁকে দেশে ফেরানোর ফাঁদ পেতেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
china virologist


নিজস্ব সংবাদদাতা:  করোনা ভাইরাস উহানের ল্যাবেই তৈরি হয়েছিল—এই দাবি তুলে আন্তর্জাতিক মহলে সাড়া ফেলা চীনা ভাইরোলজিস্ট লি-মেং ইয়ান আবার খবরের শিরোনামে। মার্কিন সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, তাঁর আশঙ্কা—চীনা সরকার তাঁর পরিবারের সদস্যদের ব্যবহার করে তাঁকে দেশে ফিরিয়ে নিয়ে গিয়ে “পারফেক্ট ক্রাইম” ঘটাতে চাইছে।

লি-মেং ইয়ান ২০২0 সালে দাবি করেন, তাঁর কাছে প্রমাণ আছে যে করোনাভাইরাস উহানের ল্যাবে তৈরি হয়েছিল। সেই সময় তিনি হংকং বিশ্ববিদ্যালয়ের একটি নামী গবেষণাগারে গবেষক হিসেবে কাজ করছিলেন। এরপরই পরিবারে ফাটল ধরে, আর নিজেকে নিরাপদ মনে না করে তিনি আমেরিকায় পালিয়ে আসেন।

corona new varient.jpg

তিনি অভিযোগ করেন, তাঁর গবেষণা এবং প্রকাশ্যে কথা বলার পর থেকেই তিনি চীনের টার্গেটে পরিণত হন। নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রে তাঁর যাত্রার ব্যয়ভার বহন করেছিল স্টিভ ব্যানন ও নির্বাসিত চীনা ধনকুবের গুয়ো ওয়েনগুইয়ের সঙ্গে যুক্ত একটি ফাউন্ডেশন। এমনকি ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টাদের সঙ্গেও তাঁর বৈঠকের ব্যবস্থা করা হয়।

লি-মেং ইয়ানের দাবি, তাঁর বক্তব্য ও গবেষণা যে আন্তর্জাতিক অস্বস্তি তৈরি করেছে, তা চীন সহজভাবে নেয়নি। এখন তাঁর ভয়—পরিবারকে চাপ দিয়ে তাঁকে দেশে ফেরানোর চেষ্টা চলছে।