যুক্তরাষ্ট্র-ইজরায়েলের হামলায় ফুঁসে উঠল চীন! মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের ঘনঘটা?

আমেরিকার হামলার তীব্র প্রতিবাদ করে ইরানের পাশে দাঁড়াল চীন।

author-image
Tamalika Chakraborty
New Update
china a


নিজস্ব সংবাদদাতা: ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ইজরায়েলের সঙ্গে মিলিত হয়ে যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণের কড়া নিন্দা করেছে চীন। রোববার এই হামলার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক বিবৃতিতে জানান, আন্তর্জাতিক আইনের পরিপন্থী এই পদক্ষেপ জাতিসংঘ সনদের মৌলিক উদ্দেশ্য ও নীতিমালার লঙ্ঘন।

লিন জিয়ান বলেন, “যুক্তরাষ্ট্রের এই হামলা ইরানের সেসব পারমাণবিক স্থাপনায় চালানো হয়েছে, যেগুলো আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)-এর নিরাপত্তা পরিদর্শনের আওতায় ছিল। এটা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের বিরুদ্ধে স্পষ্ট লঙ্ঘন।”

trump and iran foreign miniter

চীন জোর দিয়ে বলেছে, সংঘাতে জড়িয়ে থাকা সব পক্ষ, বিশেষ করে ইজরায়েলকে দ্রুত যুদ্ধবিরতির পথে এগিয়ে যেতে হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চীন বারবার বলছে, যুদ্ধের পথ ছেড়ে সংলাপ ও আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা জরুরি।

চীনের তরফে আরও জানানো হয়, তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি ফেরাতে সক্রিয়ভাবে কাজ করতে প্রস্তুত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের এই হামলা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পারমাণবিক স্থাপনায় হামলার ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। এর আগেও চীন কয়েকবার ইজরায়েল-হামাস যুদ্ধ এবং ইরান-ইজরায়েল সংঘর্ষে সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে এসেছে।