ব্রিকস সম্মেলনে হঠাৎ চীনের অনুপস্থিতি! বদলে যাচ্ছে বিশ্ব নেতৃত্বের খেলা?

চীনের ব্রিকস সম্মেলনে অনুপস্থিতি একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
xi jinping a

নিজস্ব সংবাদদাতা: ব্রাজিলে আজ রবিবার থেকে শুরু হলো ব্রিকস (BRICS) দেশগুলোর শীর্ষ সম্মেলন, যেখানে বিশ্বের বড় বড় উদীয়মান অর্থনীতির নেতারা একত্রিত হয়েছেন। তবে এবারের সম্মেলনে চাঞ্চল্যকরভাবে অনুপস্থিত রয়েছেন এই গোষ্ঠীর সবচেয়ে প্রভাবশালী সদস্য দেশের শীর্ষ নেতা—চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

গত এক দশকেরও বেশি সময় ধরে শি জিনপিং ব্রিকস সম্মেলনের নিয়মিত মুখ ছিলেন এবং এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে পশ্চিমা প্রভাবের বিকল্প হিসাবে একটি নতুন বৈশ্বিক ভারসাম্য গড়ার প্রচেষ্টায় নেতৃত্ব দিয়ে আসছিলেন। কিন্তু এবার রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত এই দুই দিনের গুরুত্বপূর্ণ সম্মেলনে তাঁর অনুপস্থিতি চীনের কূটনৈতিক অবস্থান এবং ব্রিকস-এর অভ্যন্তরীণ ঐক্য নিয়ে নানা প্রশ্ন তুলে দিয়েছে।

brics summit

২০২৪ সাল থেকে ব্রিকস সম্প্রসারিত হয়ে এখন এতে যুক্ত হয়েছে আরও পাঁচ দেশ—মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া ও ইরান। ফলে এই জোটের ভৌগোলিক ও রাজনৈতিক প্রভাব আগের চেয়ে অনেক বেশি।

তবে এই জটিল সময়ে, যখন কয়েকটি সদস্য দেশ ৯ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শুল্ক আরোপের মুখোমুখি হচ্ছে, তখন শি জিনপিংয়ের অনুপস্থিতি ব্রিকস জোটের ঐক্য ও নেতৃত্বের প্রশ্নে এক বড় সংকেত।

বিশেষজ্ঞরা বলছেন, চীনের পক্ষে এই মুহূর্তে গ্লোবাল সাউথ বা উদীয়মান দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরার সুযোগ ছিল। ট্রাম্পের 'আমেরিকা ফার্স্ট' নীতি ও সাম্প্রতিক ইরানের উপর মার্কিন-ইসরায়েল যৌথ হামলার প্রেক্ষাপটে এই বার্তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।