“শত্রুতা ছাড়া কিছুই দেয়নি পাকিস্তান”— কৌশলগত বিচ্ছিন্নতার নীতিতে চলছে ভারত

ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান পাকিস্তানকে কড়া বার্তা দিলেন।

author-image
Tamalika Chakraborty
New Update
chief stuff

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের সঙ্গে ভারতের বর্তমান নীতি ‘কৌশলগত বিচ্ছিন্নতা’ (Strategic Disengagement)— এমনই স্পষ্ট বার্তা দিলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার শীর্ষ প্রতিরক্ষা সম্মেলন 'শাংরি-লা ডায়ালগ'-এ বক্তব্য রাখতে গিয়ে জেনারেল চৌহান বলেন, “স্বাধীনতা লাভের সময় পাকিস্তান আমাদের থেকে প্রায় সব দিকেই এগিয়ে ছিল— সমাজব্যবস্থা, অর্থনীতি, মাথাপিছু আয়। কিন্তু আজ ভারত সমস্ত ক্ষেত্রে এগিয়ে— অর্থনৈতিক উন্নয়ন, মানবসম্পদ বিকাশ ও সামাজিক ঐক্যে।”

pakistan pm  s

তিনি আরও বলেন, “ভারত কৌশলহীনভাবে কিছু করছে না। আমরা বহুবার পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে চেয়েছি। কিন্তু বদলে পেয়েছি শুধু শত্রুতা। তাই আজ আমাদের নীতি স্পষ্ট— কৌশলগত বিচ্ছিন্নতা।"

জেনারেল চৌহান এর বক্তব্য পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জোরালো অবস্থানকেই তুলে ধরল, যেখানে কূটনীতির বদলে প্রতিক্রিয়া এসেছে আগ্রাসনের মাধ্যমে— তারই জবাবে ‘কঠোর দূরত্বের নীতি’ নিয়েছে ভারত।