New Update
/anm-bengali/media/media_files/2025/04/30/26Q1KQAaj1AMjPWb0pzg.jpg)
নিজস্ব সংবাদদাতা: ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়। তারপরেই ২৬ এপ্রিল ভারত সরকার পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে। আর এবার পাকিস্তানের একাধিক নদীর স্যাটেলাইট চিত্র সামনে এসেছে। বিশেষ করে সিন্ধু নদীর উপনদীগুলোর চিত্র স্যাটেলাইটে ধরা পড়েছে। স্যাটেলাইট চিত্রতে দেখা গিয়েছে চেনাব নদী কার্যত শুকিয়ে গিয়েছে।
সিন্ধু নদী পাকিস্তানের প্রধান নদী। রবি, বিয়াস, শতদ্রু, ঝিলাম এবং চেনাব হল সিন্ধু নদীর বাম তীরের উপনদী। কাবুল নদী হল ডান তীরের উপনদী যা ভারতের ওপর দিয়ে প্রবাহিত হয় না। রাভি, বিয়াস এবং শতদ্রুকে পূর্বাঞ্চলের নদী হিসেবে চিহ্নিত করা হয়। সিন্ধু, ঝিলাম এবং চেনাব পশ্চিমাঞ্চলীয় নদী হিসেবে পরিচিত। এই নদীগুলোর জল ভারত ও পাকিস্তান উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us