/anm-bengali/media/media_files/2025/07/23/british-nationalist-2025-07-23-09-38-16.jpg)
নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি একটি ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্কে জড়ালেন ব্রিটিশ-আফ্রিকান ইউটিউবার সেনজো। লন্ডনের গোবিন্দাস রেস্তোরাঁয় বসে প্রকাশ্যে কেএফসি’র মুরগির মাংস খাওয়ার সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে ধর্মীয় মহল। শেষমেশ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, সেনজোকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হয়।
ঘটনাটি ঘটে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ISKCON)-এর অন্তর্গত লন্ডনের গোবিন্দাস রেস্তোরাঁয়, যেখানে সম্পূর্ণ নিরামিষ এবং নিরামিষাশী খাবার পরিবেশন করা হয়। ভাইরাল হওয়া ক্লিপে দেখা যায়, ইউটিউবার সেনজো রেস্তোরাঁয় ঢুকে কাউন্টারে জিজ্ঞেস করছেন— এটি কি ভেগান রেস্তোরাঁ? সেখান থেকে উত্তর পেয়ে যে এখানে কোনওরকম মাংস পরিবেশন করা হয় না, তিনি একটি প্লাস্টিক ব্যাগ থেকে কেএফসি-র মুরগির বাক্স বের করে প্রকাশ্যেই খেতে শুরু করেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/23/london-iskon-2025-07-23-09-38-43.jpg)
ঘটনার পরপরই হিন্দু ধর্মীয় গোষ্ঠী এবং নিরামিষাশীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। অনেকেই অভিযোগ তোলেন, এটি শুধু অশালীন কাজ নয়, বরং একটি ধর্মীয় সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত। এমন একটি পবিত্র জায়গায় ইচ্ছাকৃতভাবে এই কাজ করার পেছনে ‘ভিউ বাড়ানোর হীন মানসিকতা’ ছিল বলে মন্তব্য করেন অনেকে।
তীব্র প্রতিক্রিয়া ও বিতর্কের মুখে সেনজো একটি ক্ষমাপ্রার্থনামূলক বিবৃতি জারি করেন। তিনি জানান, তিনি বুঝতে পারেননি কাজটি কতটা অশোভন হতে পারে এবং কারও ভাবাবেগে আঘাত দেওয়ার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us