ব্রিটেনে ভারতীয়দের বিরুদ্ধে ঘৃণার বার্তা! হিথরো বিমানবন্দরে কর্মরতদের 'ডিপোর্ট' করার দাবি, কড়া প্রতিক্রিয়া জনগণের

ইংরেজ মহিলা ইংরেজিতে কথা না বলার জন্য ভারতীয়দের ব্রিটেন থেকে তাড়াতে চান।

author-image
Tamalika Chakraborty
New Update
eathrow


নিজস্ব সংবাদদাতা: লন্ডনের হিথরো বিমানবন্দরে কর্মরত ভারতীয় ও এশীয় কর্মীদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে পড়েছেন ব্রিটেনের এক নারী, লুসি হোয়াইট। এক্স (পূর্বতন টুইটার)-এ দেওয়া তার একটি পোস্ট ইতোমধ্যেই মিলিয়ন মিলিয়ন ভিউ এবং হাজার হাজার মন্তব্য কুড়িয়েছে, যা জনমতের এক বিস্ফোরণ ডেকে এনেছে।

লুসি হোয়াইট তার পোস্টে দাবি করেন, “হিথরো বিমানবন্দরে নামার পর দেখি বেশিরভাগ কর্মী ভারতীয় বা এশিয়ান এবং তারা একটাও ইংরেজি বলছে না।” এরপর তিনি তাদের বলেন, “ইংরেজিতে কথা বলুন”, কিন্তু পাল্টা উত্তরে কর্মীরা বলেন, “আপনি বর্ণবাদী আচরণ করছেন।” এর জবাবে লুসি লেখেন, “তারা জানে আমি ঠিক বলছি, তাই বর্ণবাদের অভিযোগ তুলে আমাকে চুপ করাতে চাইছে। তাদের সবাইকে ডিপোর্ট করে দাও। এরা কীভাবে ব্রিটেনের প্রবেশদ্বারে চাকরি পায়? পর্যটকরা কী ভাবছে, কল্পনা করুন।”

heathrow airport

এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। বহু মানুষ তার মন্তব্যকে ‘অত্যন্ত বর্ণবিদ্বেষী’, ‘অপমানজনক’ এবং ‘সংবেদনশীলতা-বিহীন’ বলে আখ্যা দেন। অনেকে প্রশ্ন তোলেন, ভাষা জানাটা চাকরির একমাত্র মানদণ্ড হতে পারে না এবং বৈচিত্র্যই ব্রিটেনের শক্তি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকে হিথরো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং লুসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।