সীমান্ত পেরিয়ে ভালোবাসা: ব্রাজিলিয়ান নারী বিয়ে করলেন ভারতীয় যুবককে, গল্প ছড়িয়ে পড়লো নেটদুনিয়ায়

ভারতীয় যুবকের ব্রাজিলের মেয়েকে বিয়ে করার প্রেমকাহিনী বর্তমানে ভাইরাল নেট দুনিয়ায়।

author-image
Tamalika Chakraborty
New Update
indian man brazil wife

নিজস্ব সংবাদদাতা: এক আবেগঘন প্রেমকাহিনি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন এক ব্রাজিলিয়ান নারী, যিনি বিয়ে করেছেন এক ভারতীয় পুরুষকে। মহিলার নাম তায়না শাহ। তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন তাঁদের সম্পর্ক, বিয়ে এবং দুই ভিন্ন সংস্কৃতির সুন্দর মিলনের গল্প।

তায়না লিখেছেন, “আমরা আমাদের বহু-সংস্কৃতির প্রেমকাহিনি ভাগ করে নিচ্ছি, কুসংস্কার ভাঙছি এবং রঙভেদের বিরুদ্ধে কথা বলছি। আমাদের ভালোবাসা দুই সংস্কৃতিকে এক করেছে, প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছে এবং অন্যদের বৈচিত্র্যকে গ্রহণ করতে অনুপ্রাণিত করছে।”

তাঁরা প্রথম একে অপরের সঙ্গে পরিচিত হন ২০২০ সালে, কোভিড-১৯ মহামারির সময়, অনলাইনে। তখনও ভ্যাকসিন আসেনি, সেই সময়েই তাঁর ভারতীয় প্রেমিক ব্রাজিলে গিয়ে দেখা করেন তায়নার সঙ্গে।

marriage

মাত্র পাঁচ মাসের মধ্যেই তাঁরা প্রেমে পড়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তায়না বলেন, “যখন মনে হয় তুমি ঠিক মানুষটিকেই পেয়েছো, তখন আর দেরি করার মানে হয় না।”

বিয়েটি হয় ব্রাজিলেই। তবে শুরু থেকেই ভারতীয় স্বামী ও তাঁর পরিবার এই সম্পর্ককে আশীর্বাদ করেছেন ও সমর্থন জানিয়েছেন।

তায়না লিখেছেন, “আমরা ভিন্ন

সংস্কৃতি থেকে এলেও আমাদের মূল্যবোধ এক। আমাদের ভালোবাসা প্রতিদিন আরও গভীর হচ্ছে। মহাবিশ্বকে ধন্যবাদ, আমাদের আত্মাকে একত্রিত করার জন্য।”

এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ লাইক ও শত শত কমেন্ট করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “ভালোবাসা হলো ভালোবাসা, দূরত্ব সেটা কখনও কমাতে পারে না। অভিনন্দন।” আরেকজন লিখেছেন, “অসাধারণ সুন্দর গল্প। তোমাদের দুজনের জন্য শুভকামনা।”

অন্য এক মন্তব্যে বলা হয়েছে, “এমন উষ্ণ ভালোবাসার কাহিনি খুবই বিরল। প্রত্যেক বছর তোমাদের প্রেম যেন আরও বাড়ে।”

একজন আরও লিখেছেন, “ভারতীয় ও ব্রাজিলিয়ান সংস্কৃতির মধ্যে অনেক মিল আছে— পরিবারকে মূল্য দেওয়া, বিশ্বাস, প্রতিশ্রুতি আর নাচের প্রতি ভালোবাসা। এই দম্পতিকে দেখে সত্যিই আনন্দ হচ্ছে।”