/anm-bengali/media/media_files/2025/07/08/trump-and-lula-2025-07-08-18-20-22.jpg)
নিজস্ব সংবাদদাতা: ব্রিকস সম্মেলনের শেষে এক তীব্র বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করলেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছিলেন, যারা ব্রিকস গোষ্ঠীর “অ্যান্টি-আমেরিকান নীতির” সঙ্গে নিজ দেশকে যুক্ত করবে, তাদের ওপর অতিরিক্ত ১০% আমদানি শুল্ক বসানো হবে। এই ঘোষণার পরই কড়া জবাব দেন লুলা।
লুলা বলেন, “বিশ্ব বদলে গেছে। আমরা আর কোনও সম্রাট চাই না। প্রতিটি দেশই তার নিজের নীতি ও সিদ্ধান্তে স্বাধীন। ট্রাম্প যদি শুল্ক বসান, তবে অন্যান্য দেশগুলিও পারস্পরিক নীতির অধীনে একই জবাব দিতে পারে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/06/brics-summit-2025-07-06-22-27-56.jpg)
উল্লেখ্য, ভারতের পাশাপাশি চীন ও রাশিয়াও ব্রিকস গোষ্ঠীর গুরুত্বপূর্ণ সদস্য। এই জোটকে "অ্যান্টি-আমেরিকান" বলে চিহ্নিত করে ট্রাম্প স্পষ্টভাবে হুঁশিয়ারি দেন যে, যেকোনও দেশ যারা এই জোটের সঙ্গে মেলামেশা করবে, তাদের পণ্যের উপর ১০% অতিরিক্ত ট্যাক্স আরোপ করা হবে। ট্রাম্প এই মন্তব্য পোস্ট করেন Truth Social-এ।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অবস্থান আবারও তাঁর আগ্রাসী বৈদেশিক নীতির ইঙ্গিত দেয়, এবং এই ধরনের হুমকি বিশ্বের বহু স্বাধীন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও তলানিতে নিয়ে যেতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us