আহমেদাবাদ দুর্ঘটনার পরদিনই ফের এয়ার ইন্ডিয়া-তে বোমার হুমকি! আতঙ্ক ছড়াল ফুকেটে

এবার এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক। জরুরি অবতরণ বিমানের।

author-image
Tamalika Chakraborty
New Update
air india bomv threate


নিজস্ব সংবাদদাতা: থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়া বিমানে বোমা থাকার আশঙ্কায় শুক্রবার সকালে জরুরি অবতরণ করানো হয় ফুকেট বিমানবন্দরে। AI 379 নম্বর এই উড়ানে মোট ১৫৬ জন যাত্রী ছিলেন। বিমানের উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যেই বোমা সংক্রান্ত হুমকির খবর মেলে, এরপরই নিরাপত্তার খাতিরে জরুরি অবতরণে বাধ্য হয় বিমানটি।

বিমানের সব যাত্রীকে নিরাপদে নামানো হয় এবং বিমানবন্দরের ‘এয়ারপোর্ট কন্টিনজেন্সি প্ল্যান’ (ACP) কার্যকর করা হয়। নিরাপত্তা বাহিনী তল্লাশি চালিয়ে কোনও বিস্ফোরক পায়নি। এরপর জানা যায়, এক যাত্রী এই হুমকির খবর দিয়েছিলেন—তাঁকে জিজ্ঞাসাবাদ করছে থাই পুলিশ।

এই ঘটনায় এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা জখমের খবর নেই। তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

air india flight s

ব্যাংককে ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা গোটা ঘটনার উপর নজর রাখছে এবং থাই কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে।

এই ঘটনার একদিন আগেই আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৬৫ জনের মৃত্যু হয়েছে। একের পর এক এমন ঘটনা নতুন করে চিন্তার কারণ হয়ে উঠেছে। ২০২৪ সালে ভারতে একাধিক বিমান হুমকির ঘটনা ঘটেছে। প্রথম দশ মাসে প্রায় ১,০০০টির বেশি বোমা হুমকির ফোন ও মেসেজ এসেছে—যা ২০২৩ সালের তুলনায় প্রায় ১০ গুণ বেশি।