/anm-bengali/media/media_files/2025/04/26/DW6DvCOUpBC3U2xhVZoO.jpg)
নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো কার্যত স্বীকার করে নিয়েছেন পাক সরকার জঙ্গিদের মদত দেয়। এর আগে একটি সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জঙ্গিদের মদত দেওয়ার কথা স্বীকার করে নিয়েছিলেন। এদিন বিলাওয়াল ভুট্টো বলেন, পাকিস্তানে উগ্রপন্থীদের ইতিহাস রয়েছে। তার জেরে বার বার জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তারপর থেকে পাকিস্তানে সংস্কার শুরু হয়েছে।
/anm-bengali/media/media_files/RQ8auhX2uxEHis6SxoFp.jpg)
বৃহস্পতিবার পাক সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে বিলাওয়াল ভুট্টো বলেন, "পাকিস্তানের যে একটা ইতিহাস আছে, সেটা কোনও গোপন বিষয় নয়। কিন্তু তার জন্য আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। পাকিস্তান অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চরমপন্থীদের একের পর এক ঢেউয়ের ওপর দিয়ে গিয়েছি। সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমরা পাকিস্তানকে সংস্কার করেছি। "
'I don't think it is a secret that Pakistan has a past'
— Sky News (@SkyNews) April 30, 2025
Former Foreign Minister of Pakistan Bilawal Bhutto tells @SkyYaldaHakim 'we have gone through wave after wave of extremism'https://t.co/aLfgNyPdOk
📺 Sky 501, Virgin 602, Freeview 233 and YouTube pic.twitter.com/ozYfdtFp5v
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us