১ হাজারের বেশি খুনের দায় ঘুচল আদালতে! বেকসুর খালাস সুপ্রিম কোর্টে...তবে কি ইতিহাস ভুলে যাচ্ছে বাংলাদেশ?

১,২৫৬ জন নিরীহ মানুষকে হত্যায় দোষী সাব্যস্ত জামাতের নেতাকে বেকসুর খালাস করল বাংলাদেশের সুপ্রিম কোর্ট।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের সুপ্রিম কোর্ট মঙ্গলবার যুদ্ধাপরাধ মামলায় জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস করল। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় ১,২৫৬ জন নিরীহ মানুষকে হত্যা ও ১৩ জন নারীকে ধর্ষণের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল।

একই দিনে ঢাকার একটি আদালত বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমানকে একটি আলোচিত অপহরণ ষড়যন্ত্র মামলায় খালাস দেয়। অভিযোগ ছিল, তিনি ও কয়েকজন মিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা করার ছক করেছিলেন। ২০২৩ সালে এই মামলায় তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

bangladesh jamat leader

এই দুটি রায় ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে প্রবল বিতর্ক ও মিশ্র প্রতিক্রিয়া। যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর এতবড় একটি রায়ে খালাস পাওয়া এবং গুরুত্বপূর্ণ একটি হত্যাচেষ্টার মামলায় অভিযুক্ত সাংবাদিকের মুক্তি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।