‘আগুন ধরে যায় সঙ্গে সঙ্গেই’ — কাব্যের চোখে ভয়ঙ্কর সেই মুহূর্ত, স্কুলেই ঘটল মরণফাঁদ!

"চোখের সামনে স্কুলেও ওপর আছড়ে পড়ল বিমান", পড়ুয়াদের চোখে মুখে আতঙ্ক স্পষ্ট।

author-image
Tamalika Chakraborty
New Update
bangladesh plane

নিজস্ব সংবাদদাতা: ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটল ভয়াবহ বিমান দুর্ঘটনা। সোমবার দুপুর ১টার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা ক্যাম্পাস। বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আচমকা বিধ্বস্ত হয়ে পড়ে স্কুল ভবনের ওপর, মুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন।

এই মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী কাব্য। দুপুর ১টার দিকে তার ক্লাস শেষ হয়েছিল, তখনই বেরিয়ে আসছিল সে। এমন সময় ঘটে ভয়ংকর সেই বিস্ফোরণ।

কাব্য জানান, বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে ভবনে। দোতলা ওই ভবনটি স্কুলের ক্যানটিনের ঠিক পাশেই অবস্থিত, যেখানে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের ক্লাস হয়। যদিও ওই সময় অনেকের ছুটি হয়ে গিয়েছিল, তবুও কিছু শিক্ষার্থী তখনো ভবনে অবস্থান করছিল। 

bangladesh plane crash

কাব্য আরও জানান, আহতদের অনেককে আশপাশের হাসপাতাল — উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, এবং প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে। স্কুলের পক্ষ থেকে রক্তদাতাদের খুঁজে বের করে অ্যাম্বুলেন্সে করে আগ্রহীদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনাস্থলে ছুটে এসেছে ফায়ার সার্ভিস, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। পুরো এলাকা ঘিরে এখন তীব্র আতঙ্ক ও শোকের ছায়া।