New Update
/anm-bengali/media/media_files/t9bprKNC1eRypxMwGgid.jpg)
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই অন্তর্বর্তী সরকার জরুরি বৈঠক ডাকলো। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসন রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর সঙ্গে ক্রমবর্ধমান টানাপোড়েনের প্রেক্ষিতে এই বৈঠক ডাকে।
এরপরেই সরকারের তরফে জানানো হয়, "অবাস্তব ও চাপিয়ে দেওয়া কোনো দাবি মেনে নেওয়া হবে না। প্রয়োজনে জনতার সমর্থনে কঠোর পদক্ষেপ নিতে হতে পারে।" বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য বিরোধী দলগুলোকেই দায়ী করেছে সরকার। অন্তর্বর্তী সরকার জানায়, “নির্বাচন, সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।”
/anm-bengali/media/media_files/n1OlEXN4dIIo7pPga1vW.jpg)
এদিকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো স্পষ্ট ও স্বচ্ছ নির্বাচনসূচির দাবি জানাচ্ছে। সেনাবাহিনীর প্রধান সাফ জানিয়েছেন, "নির্বাচন ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে।" এই পরিস্থিতিতে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us