ফেসবুক পোস্ট ঘিরে তাণ্ডব! বাংলাদেশে হিন্দুদের ১৫টি ঘরে আগুন, সেনা নামানোতেই থামল জনরোষ — গ্রামে এখন শুধুই ছাই আর কান্না

ফেসবুকের একটি পোস্ট ঘিরে বাংলাদেশে হিন্দুদের ১৫টি বাড়ি জ্বালিয়ে দেয় উন্মত্ত জনতা।

author-image
Tamalika Chakraborty
New Update
save hindus

নিজস্ব সংবাদদাতা: ভয় ও আতঙ্কে ভেঙে পড়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর জেলার একটি হিন্দুপ্রধান গ্রাম। এক ১৭ বছরের কিশোরের বিরুদ্ধে মুহাম্মদ (স.)-কে নিয়ে ফেসবুকে 'অবমাননাকর পোস্ট' করার অভিযোগ ওঠার পর থেকেই উন্মত্ত জনতার দফায় দফায় হামলায় জর্জরিত হয়েছে গ্রামটি। শনিবার রাতে ও রবিবার দুপুরে টানা দু’দিন ধরে চলা এই হিংসাত্মক ঘটনায় অন্তত ১৫টি হিন্দু পরিবারে বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

অভিযুক্ত কিশোরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ, তবুও থামেনি হামলা। আশ্চর্যজনকভাবে, তার আত্মীয়স্বজনদের বাড়িও রেহাই পায়নি জনরোষ থেকে। একের পর এক বাড়িতে লুটপাট, গরু ছাগল বিক্রি করে অন্যত্র আশ্রয় নেওয়ার ঘটনা যেন স্মরণ করিয়ে দিচ্ছে পূর্বের দাঙ্গার ভয়াবহ স্মৃতি।

bangladesh protest

অবশেষে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবু আতঙ্ক রয়েই গেছে। বহু হিন্দু পরিবার এখনও ঘরে ফিরতে সাহস পাচ্ছে না। কেউ কেউ আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছে, কেউ আবার ভাঙা ঘরের ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে জানে না, তারা আদৌ ফিরতে পারবে কি না নিজের ভিটেমাটিতে।

স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের অনেকেই এখন না খেয়ে দিন কাটাচ্ছেন। ভাঙা ঘর, পোড়া আসবাব আর শূন্য ভবিষ্যতের মাঝে দাঁড়িয়ে তাঁরা আপাতত শুধু চাইছেন—"বাঁচার সুযোগ।"