অবশেষে জামিন পেলেন চিন্ময় প্রভু! তবে জেল মুক্তি নিয়ে এখনও জটিলতা

অবশেষে বাংলাদেশের হাইকোর্ট জামিন দিল চিন্ময় প্রভুকে।

author-image
Tamalika Chakraborty
New Update
chinmay krishna das

নিজস্ব সংবাদদাতা: প্রায় পাঁচ মাস পর জামিন পেলেন বাংলাদেশে ইসকনের  প্রাক্তন সন্ন্যাসী ও সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (চিন্ময় প্রভু)। বুধবার ঢাকা হাই কোর্টের বিচারপতি আতোয়ার রহমান খান ও আলি রেজার যৌথ বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে।

তবে আইনজীবী মহলের মতে, জামিন মিললেও চিন্ময় প্রভুর মুক্তি আদৌ কবে হবে, তা এখনও নিশ্চিত নয়। আইনি প্রক্রিয়ার কিছু জটিলতা রয়ে যাওয়ায় তাঁর জেলমুক্তির সময়সীমা নির্ধারিত হয়নি।

chinmoy

উল্লেখ্য, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি আদালত চিন্ময়ের মামলায় রুল জারি করে জানতে চায়, কেন তাঁকে জামিন দেওয়া হবে না। এরপর শুনানির দিন ধার্য হয় ২৩ এপ্রিল, যা পরে পিছিয়ে ৩০ এপ্রিল করা হয়। বুধবার চূড়ান্ত শুনানিতে উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত তাঁর জামিন মঞ্জুর করে।

চিন্ময় প্রভুর জামিনের খবরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছে বাংলাদেশের সনাতন হিন্দু সমাজ। তবে তাঁকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি তুলেছেন তাঁর অনুসারীরা ও ধর্মীয় সংগঠনগুলি।