ইউনুস সরকারের ‘করছাড় বোমা’! হাসিনা পতনের নায়কদের বিশেষ সুবিধা

ইউনুস সরকার কর ছাড় দিচ্ছে 'জুলাই যোদ্ধা'-দের।

author-image
Tamalika Chakraborty
New Update
বোলুতো্ােপ

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এক নতুন সিদ্ধান্তে আলোড়ন তুলেছে। শেখ হাসিনার সরকার পতনের প্রতিবাদে আহত আন্দোলনকারীদের এবার 'জুলাই যোদ্ধা' হিসেবে স্বীকৃতি দিল বর্তমান প্রশাসন। শুধু স্বীকৃতি নয়, তাঁদের আগামী দুই বছর ৫.২৫ লক্ষ টাকার পর্যন্ত বার্ষিক আয়করে সম্পূর্ণ ছাড় ঘোষণা করা হয়েছে।

Bangladesh

এই সিদ্ধান্ত সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট উপস্থাপনকালে ঘোষণা করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আহত মুক্তিযোদ্ধাদের মতোই এই 'জুলাই যোদ্ধা'দের মর্যাদা ও করছাড় দেওয়া হচ্ছে বলে জানানো হয়।

শেখ হাসিনার সরকারের পতনের পর, দেশে বড় মাপের বিক্ষোভে প্রায় ১,৫০০ জন নিহত হন বলে প্রতিবেদন। এরপরই দেশ ছেড়ে নির্বাসনে যেতে বাধ্য হন প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই আন্দোলনের পথ ধরে পরিবর্তনের এই নতুন ধাপ।