নিজস্ব সংবাদদাতা: শুধু বাংলাদেশের সাধারণ মানুষ নয়, সেই দেশের সেনাও সংখ্যালঘুদের ওপর অত্যাচার করছে বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রামের হাজারি গলিতে গিয়ে বাংলাদেশ সেনা সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে বলে অভিযোগ। চট্টগ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিরুদ্ধেও অভিযান চালানোর অভিযোগ রয়েছে বাংলাদেশের সেনার। সেই পরিস্থিতি এবার মুখ খুলল বাংলাদেশের সেনা।
সাংবাদিকদের বিবৃতি দিয়ে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান বলেন,বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি করছে 'ইন্ধনদাতারা'। তবে কারা ইন্ধনদাতা সেই নিয়ে সেনা প্রধান কোনও মন্তব্য করেননি। তবে তিনি অভিযোগ করেন, এই ইন্ধনের নেপথ্যে কোনও ব্যক্তিগত স্বার্থ লুকিয়ে থাকতে পারে। তিনি বলেন, 'সাধারণ মানুষের দায়িত্ব হচ্ছে ইন্ধনে প্রভাবিত না হওয়া। অনেক সময়ই সোশ্যাল মিডিয়ায় কোনও ইন্ধনদাতার পোস্ট দেখে তা না বুঝেই অনেকে ছড়িয়ে দেন।' দেশবাসীকে সতর্ক করে তিনি বলেন, 'সোশ্যাল মিডিয়া ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'