নিজস্ব সংবাদদাতা: ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশে একের পর হিংসার ঘটনায় আঁতকে উঠছে বিশ্ববাসী। বাংলাদেশের আওয়ামী লীগের চেয়ারম্যান মহসিন রেজাকে কার্যত পুড়িয়ে মারা হল বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও দেখে কেঁপে উঠছেন বিশ্ববাসী।
যদিও কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিকেল তিনটের সময় একটি বিক্ষোভ মিছিল তাঁর বাড়ির সামনে দিয়ে যায়। সেই সময় বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি সাত রাউন্ড গুলি চালান। এরপরেই উত্তেজিত জনতা আওয়ামী লীগের চেয়ারম্যান মহসিন রেজা সহ তিন জনকে পিটিয়ে হত্যা করেন। নিহতদের মধ্যে তাঁর গাড়ির চালকও রয়েছেন।
VERY VERY DISTURBING VIDEO ⚠️
— Neeraj Roy Kumar (Modi Ka Parivar) (@NeerajRoyKumar) August 5, 2024
Chairman of the Awami League, Mohsin Reza, was burned alive by Bangladeshi protesters.
Considering this, imagine the dire situation faced by Bangladeshi #Hindus.#BangladeshViolence#SheikhHasina#BangladeshBleedingpic.twitter.com/ECuFHJ4gMk
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)