নিজস্ব সংবাদদাতা: লস অ্যাঞ্জেলসে অভিবাসন-বিরোধী বিক্ষোভ কভার করার সময় অস্ট্রেলিয়ান এক সাংবাদিক পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হয়েছেন। এই ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিনিধি লরেন তোমাসি রবিবার লস অ্যাঞ্জেলস শহরের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের কাছে অভিবাসন অভিযান বিরোধী বিক্ষোভ রিপোর্ট করছিলেন। তখনই হঠাৎ লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগ (LAPD) ও ন্যাশনাল গার্ড বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে।
এই সংঘর্ষ চলাকালীন, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছোড়ে, যার একটি গিয়ে সোজা লরেন তোমাসির শরীরে লাগে। ঘটনাটি অস্ট্রেলিয়ার ওই সংবাদমাধ্যমের লাইভ সম্প্রচারে ধরা পড়ে।
/anm-bengali/media/media_files/2025/06/08/t7boUARIy9jFNsFG65m0.JPG)
এই বিক্ষোভগুলি ডোনাল্ড ট্রাম্পের সরকারের অভিবাসন নীতির বিরুদ্ধে সংঘটিত হয়েছে। বিক্ষোভকারীরা দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে অভিবাসীদের গ্রেপ্তার ও আটক করা মানবাধিকারের পরিপন্থী।
লরেন তোমাসির আহত হওয়ার ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উদ্বেগ ছড়িয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কীভাবে একটি লাইভ রিপোর্টিং চলাকালে নিরাপরাধ সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালানো হলো। এ নিয়ে LAPD এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।