New Update
/anm-bengali/media/media_files/l7mOFransSoPiaG06xBj.jpg)
নিজস্ব সংবাদদাতা: ছাত্র জনতার আন্দোলনের বিচার মিছিলের সময় চট্টগ্রামের প্রেসক্লাবে হামলা করে দুষ্কৃতীরা। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানালেন সাংবাদিকরা। চট্টগ্রামের প্রেস ক্লাব এক বিবৃতিতে জানানো হয়েছে, ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে হাসিনা সরকারের পতন হয়েছে। বিজয় মিছিলের সময় চট্টগ্রামের কয়েকজন দুষ্কৃতীরা হামলা করে। লুটপাট করে। অবৈধ প্রবেশের মাধ্যমে বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এই বিচারের দাবি করা হচ্ছে।
/anm-bengali/media/media_files/SClvSnRPVyXgQc3XE7K1.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us