আমেরিকায় হিন্দু মন্দিরে হামলা! এবার নিজের অবস্থান স্পষ্ট করল ভারত

আমেরিকায় হিন্দু মন্দিরে হামলায় প্রবাসী ভারতীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
bbaps


নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে অবস্থিত বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা (BAPS) মন্দিরে দুষ্কৃতীদের দ্বারা হামলা চালানো হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এই মন্দিরে   ভাঙচুর চালিয়েছে, যা হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এই ঘটনার পর, BAPS পাবলিক অ্যাফেয়ার্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি বিবৃতি দিয়ে জানায়, “আরেকটি হিন্দু মন্দির অপবিত্র করা হয়েছে। এবার ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে। তবে, হিন্দু সম্প্রদায় ঘৃণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং শক্তভাবে দাঁড়িয়ে আছে। আমরা কখনই ঘৃণাকে জায়গা করে নিতে দেব না।”

ভারত সরকারেরও কড়া প্রতিক্রিয়া এসেছে এই ঘটনায়। রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রক এই হামলাকে ‘ঘৃণ্য কাজ’ বলে উল্লেখ করে কঠোর নিন্দা জানায়। একই সঙ্গে, মার্কিন প্রশাসনকে আহ্বান জানানো হয়েছে দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মন্দিরগুলোর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে।

hindu temple attack

প্রসঙ্গত, এটাই প্রথম ঘটনা নয়। এর আগে, গত সেপ্টেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে BAPS হিন্দু মন্দিরেও আক্রমণ চালানো হয়েছিল। সেসময় মন্দিরের দেওয়ালে ‘হিন্দুরা ফিরে যাও’ বলে বিদ্বেষমূলক বার্তা লেখা হয়েছিল। যদিও সেই ঘটনার পেছনে কারা ছিল, তা এখনও জানা যায়নি।

স্যাক্রামেন্টোর ঘটনার প্রায় ১০ দিন আগেই নিউ ইয়র্কের মেলভিলে অবস্থিত আরেকটি BAPS শ্রী স্বামীনারায়ণ মন্দিরেও একই ধরনের বিদ্বেষমূলক মন্তব্য লিখে রেখে গিয়েছিল কিছু দুষ্কৃতী। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নিউইয়র্কের ভারতীয় কনস্যুলেট জেনারেল।