নিজস্ব সংবাদদাতা: আমেরিকার লাস ভেগাসে ফের বন্দুক হামলার ঘটনা ঘটল। বেলাজিও ফাউন্টেনের সামনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আচমকাই গুলি চালাতে শুরু করেন। ঘটনাস্থলে তখন প্রচুর মানুষের ভিড় ছিল। হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষজন চিৎকার করতে করতে প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে।
/anm-bengali/media/media_files/2025/05/25/PYUtOcbYjJw8GsuQzwu7.png)
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই গুলি চালানোর ঘটনায় অন্তত একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাঁর অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। কে এই হামলাকারী এবং কেন সে গুলি চালাল, তা এখনও পরিষ্কার নয়। পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে এবং আতঙ্কিত মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
এই ঘটনার জেরে পর্যটকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেলাজিও ফাউন্টেন, যা লাস ভেগাসের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, সেখানে এমন এক সহিংস ঘটনা নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলছে।