ভয়ঙ্কর হয়ে উঠছে নেপালের পরিস্থিতি! সোশ্যাল মিডিয়ায় সাহায্যের পোস্ট, সেনার দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেলেন আটকে পড়া সাংবাদিকরা

সোশ্যাল মিডিয়ার পোস্টে নেপালে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করল সেনাবাহিনী।

author-image
Tamalika Chakraborty
New Update
nepali reporter


নিজস্ব সংবাদদাতা: নেপালের রাজধানী কাঠমান্ডুর ঐতিহাসিক সিংহ দরবারে সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলের ভেতরে আটকা পড়েন বহু সাংবাদিক। তাদের মধ্যে ছিলেন  নেপালের সিনিয়র রিপোর্টার যশোদা অধিকারী।

আগুনে ঘেরা অবস্থায় ভেতরে লুকিয়ে থেকে যশোদা সামাজিক মাধ্যমে মরিয়া হয়ে লিখেছিলেন— “সিংহ দরবার পুরোপুরি জ্বলছে। মনে হচ্ছে আমরা বাঁচব না। যেকোনো মুহূর্তে আমাদের নিজেদের আগুন নেভানোর লড়াই শুরু করতে হবে। ধোঁয়ায় শ্বাস নেওয়াই কষ্টকর হয়ে গেছে।”

যশোদার এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায় ফেসবুক ও এক্সে (পূর্বে টুইটার)। মুহূর্তের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় নেপাল আর্মি। পরে সেনারা যশোদা অধিকারীসহ ভেতরে আটকে থাকা আরও কয়েকজন সাংবাদিককে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে।

nepal army

উদ্ধার হওয়ার পর যশোদা আতঙ্কের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, “চারপাশে শুধু আগুন আর আগুন। খুবই ভয়ঙ্কর ছিল। আমাদের অফিস একেবারে প্রধানমন্ত্রীর দফতরের ঠিক বিপরীতে, তাই পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছিল। এই রাত আমি জীবনে কোনোদিন ভুলব না।”

এই ঘটনার পর সিংহ দরবার এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং আগুনের উৎস নিয়ে তদন্ত শুরু করেছে নেপাল প্রশাসন।