/anm-bengali/media/media_files/2025/06/30/elon-musk-a-2025-06-30-19-08-35.jpg)
নিজস্ব সংবাদদাতা: টেসলার প্রতিষ্ঠাতা ও সিইও এলন মাস্কের রাজনৈতিক ঝোঁক এবং বিতর্কিত প্রকাশ্য আচরণ এখন শুধু আন্তর্জাতিক শিরোনামেই নয়, নাড়া দিচ্ছে তাঁর নিজের সংস্থার ভিতকেও। এক সময় টেসলা ছিল নবীন শক্তি ও পরিবেশ-বান্ধব প্রযুক্তির প্রতীক, আজ সেই প্রতিষ্ঠানের ভেতর থেকেই ফাটল দেখা যাচ্ছে।
এই ধসের এক প্রতীক হয়ে সামনে এলেন সংস্থার এক দীর্ঘদিনের কর্মী, ট্রে সারভান্টেস। সাত বছর ধরে টেসলায় ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান পদে কাজ করার পর সম্প্রতি হঠাৎ করেই পদত্যাগ করেছেন তিনি। কারণ? এলন মাস্ক নিজেই।
একান্ত সাক্ষাৎকারে সারভান্টেস জানিয়েছেন, আর নিজের নৈতিক মূল্যবোধের সঙ্গে আপস করতে পারছিলেন না তিনি। তাঁর কথায়, “প্রতিদিন কাজ করতে গিয়ে মনে হচ্ছিল আমি নিজের মূল্যবোধকে গলা টিপে মারছি।”
তিনি আরও বলেন, এলন মাস্কের নেতৃত্বাধীন সংস্থা যে ‘ভবিষ্যতের টেকনোলজি’র প্রতীক ছিল, এখন তার ছায়াও খুঁজে পাওয়া যায় না। “এই টেসলা আর সেই টেসলা নেই। আমি আর মানসিকভাবে এটা নিতে পারছিলাম না,”— বলেন সারভান্টেস।
এই পদত্যাগ শুধু এক কর্মীর বিদায় নয়, বরং প্রতীক হয়ে উঠছে সেই অসন্তোষের যা ক্রমে ভেতর থেকে জমা হচ্ছে টেসলার মতো সংস্থার ভিতরে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us