সিক্রেট সার্ভিস থামাতে পারলেও, প্রেম থামে কই? ট্রাম্পের নাতনিকে বিয়ে করতে হাজির 'প্রেমিকবর'

ট্রাম্পের নাতনিকে বিয়ে করতে চেয়ে শ্রীঘরে স্থান পেলেন এক মার্কিন নাগরিক।

author-image
Tamalika Chakraborty
New Update
trump grand daughter

নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার-আ-লাগোয় আবারও নিরাপত্তা লঙ্ঘন! মঙ্গলবার মধ্যরাতে টেক্সাসের এক ২৩ বছরের যুবক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবনের দেয়াল টপকে ঢুকে পড়েন। পরে গোপন নিরাপত্তা সংস্থার (সিক্রেট সার্ভিস) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।

donald trump

গ্রেপ্তার হওয়া যুবকের নাম অ্যান্থনি থমাস রেয়েস। পুলিশকে তিনি বলেন, “আমি প্রাচীর টপকেছি ঈশ্বরের বাণী ছড়াতে এবং কাইকে বিয়ে করতে।” কাই হলেন জুনিয়র ডোনাল্ড ট্রাম্পের ১৮ বছরের মেয়ে এবং ডোনাল্ড ট্রাম্পের নাতনি।

পাম বিচ পুলিশের রিপোর্ট অনুযায়ী, এটি ছিল না তার প্রথমবারের ঘটনা। আগেও ২০২৪ সালের ডিসেম্বরে একবার মার-আ-লাগোয় অবৈধভাবে প্রবেশ করেছিলেন তিনি।