চিন নয়, আমেরিকার পাশে ভারত—স্পষ্ট জানালেন ট্রাম্পের মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গর

চিনের থেকে ভারতকে সরাতে নয়া কৌশল আমেরিকার।

author-image
Tamalika Chakraborty
New Update
gor

নিজস্ব সংবাদদাতা: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ভারতের নতুন রাষ্ট্রদূত সার্জিও গর বৃহস্পতিবার জানালেন, ওয়াশিংটনের সবচেয়ে বড় লক্ষ্য হবে ভারতকে আরও কাছে টেনে আনা এবং চিন থেকে দূরে সরিয়ে রাখা।

বিদেশনীতি নিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে গর বলেন, আমেরিকা ও ভারতের সম্পর্ক অনেক উষ্ণ এবং আন্তরিক, যা ভারতের চিনের সঙ্গে সম্পর্কের তুলনায় অনেক গভীর।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমরা এটিকে সবচেয়ে বড় অগ্রাধিকার দেব—ভারত যেন আমাদের পাশে থাকে এবং তাদের (চিনের) থেকে দূরে সরে আসে।”

modi trump

বাণিজ্য আলোচনা নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, “আমরা চাই ভারতের বাজার আমাদের ক্রুড অয়েল, পেট্রোলিয়াম প্রোডাক্টস এবং এলএনজি-র জন্য খুলে যাক। ভারতের মধ্যবিত্ত শ্রেণি গোটা আমেরিকার জনসংখ্যার থেকেও বড়—এটাই সবচেয়ে বড় সুযোগ।”

যদিও বর্তমানে কিছু সমস্যা রয়েছে, তবু দীর্ঘমেয়াদে এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদী গর। তাঁর কথায়, “আমাদের (ভারত-আমেরিকা) মধ্যে কিছু ছোটখাটো সমস্যা এখন থাকলেও খুব শিগগিরই তা মিটে যাবে। আমাদের সম্পর্ক কেবল সরকারের সঙ্গেই নয়, ভারতের মানুষের সঙ্গেও গভীর। এই সম্পর্ক আরও বহু দশক ধরে চলবে। আর এটি ভারতের চিনের সঙ্গে সম্পর্কের তুলনায় অনেক উষ্ণ।”