নিজস্ব সংবাদদাতা: আমেরিকার নিউ জার্সির নিউয়ার্ক বিমানবন্দরে এক ভারতীয় ছাত্রকে হাতকড়া পরিয়ে মাটিতে চেপে ধরে গ্রেফতার করা হয় এবং পরে তাঁকে দেশে ফেরত পাঠানো হয়। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, একজন ব্যবহারকারী ভিডিও এবং ছবিসহ ঘটনার বিবরণ শেয়ার করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী কুনাল জৈন নামের এক এনআরআই সোশ্যাল মিডিয়ায় "এক্স" (পূর্বতন টুইটার)-এ লেখেন, "গত রাতে নিউয়ার্ক বিমানবন্দরে একজন তরুণ ভারতীয় ছাত্রকে দেশে ফেরত পাঠানো হল—হাতকড়া পরানো, কাঁদছিল, এক অপরাধীর মতো ব্যবহার করা হয়েছে। সে স্বপ্ন নিয়ে এসেছিল, অপরাধ করতে নয়। একজন প্রবাসী ভারতীয় হিসেবে আমি অসহায় এবং ভীষণ ব্যথিত। এটা এক মানবিক ট্র্যাজেডি।"
/anm-bengali/media/media_files/2025/06/09/GJhpWlvWGBCiCbHVEsmR.JPG)
কুনাল জানান, ছাত্রটি হরিয়ানভি ভাষায় কথা বলছিল এবং বারবার বলছিল যে সে ‘পাগল নয়’, কিন্তু কর্তৃপক্ষ তাকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করতে চাইছে। এই ঘটনার ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বহু মানুষ ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেন ভারতীয় ছাত্রদের সঙ্গে এমন আচরণের বিরুদ্ধে।
ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ এখনো মেলেনি, এবং এই ছাত্র কেন গ্রেফতার হলেন বা তাঁকে ফেরত পাঠানো হল, সে বিষয়ে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে এই ঘটনার পর ছাত্রদের ভিসা জটিলতা এবং প্রবাসে ভারতীয় নাগরিকদের প্রতি আচরণ নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।