/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: তিব্বতের মাউন্ট এভারেস্টের ঢালে ভয়াবহ তুষারঝড়ে আটকে পড়া শত শত পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই প্রাণঘাতী ঝড়ের মধ্যে আটকে পড়েছিলেন প্রায় ৫৮০ জন হাইকার, যাদের সবাইকে মঙ্গলবার নিরাপদে উদ্ধার করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া (Xinhua) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম তিব্বতের শিগাজে (Xigaze) শহরের ডিংরি (Dingri) কাউন্টিতে ভারী তুষারপাতের কারণে হঠাৎ বিপর্যয় নেমে আসে। পর্বতারোহীরা সেখানকার দুর্গম পাহাড়ি পথে আটকে পড়েছিলেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/08/mount-everast-2025-10-08-08-55-47.png)
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া হাইকারদের মধ্যে রয়েছেন স্থানীয় গাইড, ইয়াক রাখাল এবং পর্বতারোহণ পরিষেবার কর্মীরা — সব মিলিয়ে প্রায় ৩০০ জন স্থানীয় কর্মীসহ মোট ৮৮০ জনকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে।
সবাইকে বর্তমানে কুদেং টাউনশিপ (Qudeng Township) ও আশেপাশের নিরাপদ এলাকায় আশ্রয় দেওয়া হয়েছে। সেখান থেকে ধাপে ধাপে তাদের নিজ নিজ জায়গায় ফেরানোর কাজ চলছে।
এর আগে সরকারি গণমাধ্যম জানায়, ভয়াবহ তুষারঝড়ে একজন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তবে বাকি সবাইকে দ্রুত উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us