/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তের দুর্গম এলাকায় শনিবার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল বড় এলাকা। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.০ এবং কেন্দ্রস্থল জুনিও শহর থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, আর ইউকনের হোয়াইটহর্স থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে।
হোয়াইটহর্সে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের সময় অন্তত দু’টি জরুরি ফোন আসে। স্থানীয় মানুষজনও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, বাড়ি কেঁপে ওঠে, জিনিসপত্র তাক ও দেওাল থেকে পড়ে যায়। তবে কোনও বড় ধরনের ক্ষতির খবর নেই।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/20/earthquake-165333220-16x9_0-2025-07-20-14-05-37.webp)
কানাডার ন্যাচারাল রিসোর্সেস বিভাগের ভূকম্পবিদ অ্যালিসন বার্ড জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রের আশপাশের এলাকা পাহাড়ি ও জনবসতি খুবই কম। তাই বড় ক্ষতি বা প্রাণহানির সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। ভূমিকম্পটি ভূমির মাত্র ১০ কিলোমিটার নিচে ছিল এবং এর পরে বেশ কয়েকটি আফটারশকও অনুভূত হয়।
শক্তিশালী কম্পন সত্ত্বেও প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার ও ন্যাশনাল ওয়েদার সার্ভিস নিশ্চিত করেছে যে এই ভূমিকম্পের কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us