/anm-bengali/media/media_files/2025/07/12/myanmar-2025-07-12-12-41-24.jpg)
নিজস্ব সংবাদদাতা: মায়ানমারে ফের রক্তাক্ত হামলা। কেন্দ্রীয় মায়ানমারের সাগাইং অঞ্চলের লিন তা লু গ্রামে একটি বৌদ্ধ মঠে বিমান হামলা চালিয়ে অন্তত ২৩ জন নিরীহ নাগরিককে হত্যা করল জান্তা সরকার। নিহতদের মধ্যে রয়েছে চারটি শিশুও। বৃহস্পতিবার গভীর রাতে, রাত প্রায় ১টার সময়, এই ভয়াবহ হামলা চালানো হয় মঠটির ওপর, যেখানে চলমান সেনা অভিযানের হাত থেকে বাঁচতে প্রায় ১৫০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন।
এই ঘটনাটি ঘটে মান্দালয় শহর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে, যা মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর। ঘটনাস্থলটি বর্তমানে জান্তা-বিরোধী প্রতিরোধ আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ঘাঁটি বলে পরিচিত।
স্থানীয় এক প্রতিরোধ সংগঠনের সদস্য জানিয়েছেন, “২৩ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে চারজন শিশু। আহত হয়েছেন প্রায় ৩০ জন। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
স্থানীয় সংবাদমাধ্যম নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে—তাদের মতে, মৃতের সংখ্যা ৩০-এ পৌঁছতে পারে। যদিও এই তথ্য এখনও স্বতন্ত্রভাবে নিশ্চিত করা যায়নি।
মায়ানমার সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত এই হামলা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
সাগাইং অঞ্চল জুড়ে সম্প্রতি সামরিক অভিযান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিমান, ট্যাঙ্ক এবং ভারী অস্ত্রের মাধ্যমে জান্তা সরকার আবারও নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছে, যেটি বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী দখল করে রেখেছিল। এই বিমান হামলা সেই ধারাবাহিক হামলারই অংশ, যেখানে সাধারণ মানুষের জীবন ফের নিস্পেষিত হলো রাষ্ট্রীয় সন্ত্রাসের নীচে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us