আমেরিকা জুড়ে তীব্র উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে! ওয়াশিংটনের পর এবার শিকাগোতে মোতায়েন করা হবে সেনা

ওয়াশিংটনের পর সিকাগোতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের।

author-image
Tamalika Chakraborty
New Update
donald trump

নিজস্ব সংবাদদাতা: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রাইম, গৃহহীনতা এবং অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণের ঘোষণার মধ্যেই পেন্টাগন শিকাগোতে মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। সেপ্টেম্বরের মধ্যে কয়েক হাজার সেনাকে শিকাগোতে মোতায়েন করা হতে পারে বলে জানা গিয়েছে। 

us army  n

শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, "শিকাগো পুরোপুরি গোলযোগে ভরা। আমরা এটাও ঠিক করে দেব।" তিনি শিকাগোর মেয়র এবং ডেমোক্র্যাটদের শাসিত শহরগুলোর সমালোচনা চালিয়ে যান।


ইলিনয়সের ডেমোক্র্যাট গভর্নর জে বি প্রিটজকার বলেন, “ফেডারেল সরকার আমাদের কাছে কোনো সাহায্যের জন্য যোগাযোগ করেনি। এখন কোনো জরুরি পরিস্থিতি নেই, যা ন্যাশনাল গার্ড বা সেনা মোতায়েনের দাবি করে।” তিনি আরও বলেন, “ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম সংকট তৈরি করছে, মার্কিন সেনাদের রাজনীতিতে টেনে আনছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”