/anm-bengali/media/media_files/2025/06/19/2025-06-18t170733z-251940822-rc245fauo940-rtrmadp-3-iran-nuclear-2025-06-19-02-37-15.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ইরানের অত্যন্ত গোপনীয় ফরদো পারমাণবিক কেন্দ্রে সোমবার ফের হামলা চালাল ইজরায়েল। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, রবিবার যুক্তরাষ্ট্র ফরদো স্থাপনাটিতে বোমাবর্ষণ করার পরদিনই এই হামলা চালায় ইজরায়েল। মার্কিন সমর্থনে বলীয়ান হয়ে ইজরায়েল এই হামলার মাধ্যমে তেহরানের উপর নতুন করে চাপ তৈরি করেছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
তেহরানের সামরিক পরিকাঠামোর উপর এটি ছিল “সবচেয়ে ভয়াবহ ও তীব্র” হামলা বলে দাবি করেছে ইজরায়েল। ইরানের নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের সরকারের এক মুখপাত্র বলেছেন, "আগ্রাসীরা ফরদো পারমাণবিক স্থাপনাকে আবারও লক্ষ্যবস্তু করেছে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/18/israel%20iran%20a-6da653d9.jpg)
ফরদো পারমাণবিক সাইটটি একটি ভূগর্ভস্থ গোপনীয় কেন্দ্র, যেখানে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়। এই সাইটে কোনওরকম হামলা আন্তর্জাতিক রাজনীতিতে বড় সংকেত বলেই ধরে নিচ্ছেন বিশ্লেষকরা।
ওয়াশিংটনের এই পদক্ষেপের পরে ইজরায়েলের এই হামলা ভবিষ্যতের জন্য আরও বিস্ফোরক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করছেন কূটনৈতিক মহল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us