দোহা থেকে ইস্তানবুল — দুই দফা আলোচনাও ব্যর্থ, সীমান্তে ফের রক্তক্ষয়ের আশঙ্কা!

ইস্তানবুলে ব্যর্থ হল পাকিস্তান-আফগানিস্তান শান্তি আলোচনা। পাকিস্তান অভিযোগ তুলেছে, তালিবান সীমান্তপারের জঙ্গি হামলার দায় এড়াচ্ছে।

author-image
Tamalika Chakraborty
New Update
afganistan aa


নিজস্ব সংবাদদাতা: : টানটান উত্তেজনার মধ্যেই ব্যর্থ হল পাকিস্তান ও আফগানিস্তানের শান্তি আলোচনা। পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন, তালিবান জঙ্গিগোষ্ঠীর সন্ত্রাসী কার্যকলাপ ও সীমান্তে হামলার ইস্যুতে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়ায় আলোচনার ফল শূন্য হয়েছে।

চার দিন ধরে তুরস্কের ইস্তানবুলে চলেছিল এই উচ্চপর্যায়ের আলোচনা, যা শুরু হয়েছিল দোহা-চুক্তির (Doha Talks) পর। গত ১৯ অক্টোবর দোহা আলোচনার পর দুই দেশ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, তখন সীমান্তে ভয়াবহ সংঘর্ষে ডজনখানেক সেনা, সাধারণ মানুষ ও জঙ্গি নিহত হন।

কিন্তু নতুন করে শুরু হওয়া এই আলোচনাও শেষ পর্যন্ত ব্যর্থ হল। দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। পাকিস্তান বলছে, তালিবান সরকার সীমান্তের ওপারে পাকিস্তানবিরোধী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, যারা সাম্প্রতিক সময়ে একাধিক হামলার জন্য দায়ী। অন্যদিকে, কাবুল স্পষ্ট জানিয়েছে, আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানে কোনো সন্ত্রাসী কার্যকলাপ চালানো হচ্ছে না।

পাকিস্তানের তথ্যমন্ত্রী মুরতজা সোলাংগি তারার (Tarar) বুধবার রাতেই রাষ্ট্রীয় টিভিতে বলেন, “তালিবান সরকার তাদের প্রতিশ্রুতি মানেনি। তারা সীমান্তের সহিংসতা কমানোর বদলে উল্টো হামলার সুযোগ করে দিচ্ছে।”

pakistan army

অন্যদিকে আফগানিস্তান সরকারের পক্ষ থেকে এই মন্তব্যের বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কূটনৈতিক মহল মনে করছে, এই ব্যর্থতার ফলে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হতে পারে, এবং সীমান্ত এলাকায় নতুন করে সহিংসতা ছড়ানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।