নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি এক ভিডিও ঘিরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং তাঁর স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁকে নিয়ে উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ভিডিওটি ভিয়েতনামের রাজধানী হ্যানয় বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টের পৌঁছানোর সময়কার, যেখানে একটি অদ্ভুত মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়।
ভিডিওতে দেখা যায়, ফরাসি প্রেসিডেন্টের বিমান হ্যানয়ে অবতরণ করার পরে একজন কর্মী বিমানের দরজা খুলে দিচ্ছেন। তাঁর পিছনে দেখা যায় ইমানুয়েল ম্যাক্রোঁকে। এর মধ্যেই হঠাৎ করে একজন লাল পোশাক পরা মহিলার হাত প্রেসিডেন্টের মুখে আছড়ে পড়ে, যার ফলে কিছুটা চমকে যান তিনি। অনেকেই বলছেন, হাতটা ম্যাক্রোঁর স্ত্রী ব্রিজিটের।
/anm-bengali/media/media_files/2025/03/03/wBlaspfT1wDUCu2LEibi.jpg)
Macron slapped by his wife Brigitte. pic.twitter.com/cZDzdgPZnq
— RadioGenoa (@RadioGenoa) May 26, 2025
মুহূর্তটি এতটাই বিভ্রান্তিকর যে কেউ কেউ ধারণা করছেন এটি অসাবধানতাবশত একটি থাপ্পড়, কেউ আবার মনে করছেন ইচ্ছাকৃতভাবে আঘাত করা হয়েছে। সেই মুহূর্তে পাশে থাকা এক মহিলা ঘাবড়ে গিয়ে একটু পেছনে সরে যান।
তারপরও প্রেসিডেন্ট বাইরের দিকে হাত নাড়েন এবং বিমানের বাইরে এসে দাঁড়ান। এরপর ব্রিজিট ম্যাক্রোঁও বেরিয়ে আসেন, কিন্তু স্বামীর বাড়িয়ে রাখা হাত ধরেন না। বরং কোনও কথা না বলেই পাশাপাশি হাঁটতে থাকেন। এই দৃশ্যটিই জল্পনাকে আরও উসকে দেয়। এই ভাইরাল ভিডিও নিয়ে যখন বিভিন্ন ধরনের জল্পনা ছড়িয়ে পড়েছে, তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, “আমরা মাঝেমধ্যেই এমন মজা করি। এটি কেবল আমাদের মধ্যকার খেলার অংশ।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us