New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা:নেপালে চলমান বিক্ষোভে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পোখরা শহরে বিক্ষোভকারীরা সরাসরি জেলে ঢুকে পড়ে। হঠাৎ হামলার মুখে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। আর সেই সুযোগেই প্রায় ৯০০ বন্দি কোনো বাধা ছাড়াই পালিয়ে যায়।
অন্যদিকে, কাঠমান্ডুর নাখু জেলেও দাঙ্গার আগুন ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা জেলের একাধিক অংশে আগুন লাগিয়ে দেয়। এরপর জেলের ভেতরে থাকা সব কয়েদিকে মুক্ত করে দেওয়া হয়। মুক্তদের মধ্যে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রবী লামিচানে। খবর পাওয়া গেছে, তাঁর সমর্থকেরা তাঁকে সরাসরি বাড়ি পৌঁছে দেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/09/nepal-protesta-2025-09-09-21-04-38.jpg)
এই ঘটনায় নেপালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। রাজধানী কাঠমান্ডু থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে এখন যেন এক অঘোষিত গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us