/anm-bengali/media/media_files/2025/08/12/indian-in-ireland-2025-08-12-19-03-56.jpg)
নিজস্ব সংবাদদাতা: আয়ারল্যান্ডের কর্ক কাউন্টিতে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। খেলার সময় হঠাৎই এক ১৫ বছরের কিশোর পাথর ছুঁড়ে আক্রমণ চালায় ৯ বছরের ভারতীয় বংশোদ্ভূত এক শিশুর উপর। শিশুটি সঙ্গে সঙ্গে রক্তাক্ত হয়ে যায়, মাথায় গভীর ক্ষত তৈরি হয় এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের দাবি, এটি পরিকল্পিতভাবে জাতিগত বিদ্বেষের কারণে করা হামলা। শিশুটি এখন মারাত্মক শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভুগছে।
আয়ারল্যান্ড পুলিশ (Garda) ইতিমধ্যেই হামলাকারী কিশোরকে শনাক্ত করেছে। তারা জানিয়েছে, ওই কিশোর এলাকায় অনেক দিন ধরেই ঝামেলার কারণ হয়ে আসছিল। এখন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/20/ireland-indian-origin-2025-08-20-09-05-19.jpg)
আয়ারল্যান্ড ইন্ডিয়া কাউন্সিলের প্রধান প্রশান্ত শুক্লা বলেন, “এটি সত্যিই অবিশ্বাস্য ও ভয়ঙ্কর। মাত্র ৯ বছরের একটি শিশুর মাথায় পাথর ছুড়ে আঘাত করা সভ্য সমাজে কল্পনাতীত। এই বালক হয়তো সারা জীবন মানসিক আঘাত বয়ে বেড়াবে।”
সাম্প্রতিক সময়ে আয়ারল্যান্ডে ভারতীয়দের উপর জাতিগত সহিংসতা ও হামলা বেড়েই চলেছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে ডাবলিনে ভারতীয় দূতাবাস জরুরি সতর্কবার্তা জারি করেছে।
দূতাবাস ভারতীয়দের সতর্ক করেছে — নির্জন জায়গায় না যেতে, সতর্কভাবে চলাফেরা করতে এবং আশপাশে সাবধান থাকতে। তারা আরও জানিয়েছে, ভারতীয়দের উপর শারীরিক আক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us