আফগান্তানের শরণার্থীদের বাসে ভয়াবহ আগুন! জীবন্ত দগ্ধ হয়ে ৭১ জনের জনের মৃত্যু

আফগানিস্তানে শরণার্থী বোঝাই বাসে আগুন লাগে জীবন্ত দগ্ধ হয়ে ৭১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১৭ জন শিশু রয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
dead

নিজস্ব সংবাদদাতা: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ঘটলো সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বুধবার স্থানীয় সময় একটি যাত্রীবোঝাই বাসের ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এরপরে মুহূর্তেই আগুনে জ্বলে ওঠে। অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান অন্তত ৭১ জন মানুষ। নিহতদের মধ্যে ছিল ১৭ জন শিশু।

হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টে মৃত্যুর এ সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “হেরাতে একটি বাস ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে ৭১ জন শাহাদাত বরণ করেছেন। সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।”

dead body .jpg

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভয়াবহ ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পরপরই পুরো বাস আগুনে পুড়ে যায়। আশেপাশের মানুষ আতঙ্কে চিৎকার-চেঁচামেচি করতে করতে পালিয়ে যাচ্ছিলেন। অনেকে আবার প্রাণপণ চেষ্টা করছিলেন আগুন নেভানোর।

প্রাদেশিক কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাঈদি জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসে ছিলেন ইরান থেকে বিতাড়িত আফগান অভিবাসীরা। ইসলাম কালা সীমান্ত পেরিয়ে কাবুলমুখী বাসটিতেই তারা ওঠেন। ফেরার পথেই ঘটে গেলো এই মর্মান্তিক দুর্ঘটনা।

এই ঘটনায় পুরো আফগানিস্তানজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একসঙ্গে এত মানুষের প্রাণহানি দেশটির সাম্প্রতিক সড়ক দুর্ঘটনার ইতিহাসে বিরল।