এখনও উদ্ধার হচ্ছে মৃতদেহ! মেঘভাঙা বৃষ্টিতে কাশ্মীর জুড়ে শুধু হাহাকার

কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
uttarkashi cloud burst

নিজস্ব সংবাদদাতা: জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলায় ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি ব্যাপক ধ্বংস ডেকে এনেছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, এই বিপর্যয়ের পর প্রশাসনের সমস্ত নজর এখন উদ্ধারকাজের উপর। এখন পর্যন্ত অন্তত ৬০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৭০ থেকে ৮০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

Omar

উদ্ধার ও ত্রাণের কাজে নেমেছে সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও স্থানীয় প্রশাসন। দ্রুত গতিতে চলছে তল্লাশি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও পূর্ণ সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যকে এই সঙ্কট থেকে বের করতে সব রকম সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।