/anm-bengali/media/media_files/2025/09/11/nepal-violence-2025-09-11-14-16-30.jpg)
নিজস্ব সংবাদদাতা: নেপাল এখন ভয়াবহ রাজনৈতিক অস্থিরতার মুখে। সোশ্যাল মিডিয়া সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত ও দুর্নীতি-স্বজনপোষণের অভিযোগ ঘিরে জেন জেড প্রজন্মের নেতৃত্বে বিক্ষোভ রাস্তায় রীতিমতো রণক্ষেত্র তৈরি করেছে। সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন।
কাঠমান্ডুর মেয়র বালেন শাহের ফেসবুক পেজ ভরে উঠেছে সাধারণ মানুষের ক্ষোভে। বারবার শোনা যাচ্ছে অভিযোগ— “নেপো কিডরা” অর্থাৎ নেতা-মন্ত্রীদের সন্তানরা পারিবারিক প্রভাব খাটিয়ে সুযোগ পাচ্ছে, অথচ সাধারণ যুবসমাজ বেকারত্ব ও কষ্টের সঙ্গে লড়ছে। গত এক বছরে সোশ্যাল মিডিয়ায় #NepoKid হ্যাশট্যাগ ঘিরে তরুণ সমাজের ক্ষোভ ছড়িয়ে পড়েছিল। এবার তা রাস্তায় বিস্ফোরিত হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/11/nepal-protest-aaa-2025-09-11-13-47-30.jpg)
অবস্থার আরও অবনতি ঘটে যখন সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এই আন্দোলন থামাতে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারি করেন। সেই সিদ্ধান্তই আগুনে ঘি ঢালে। ওলির বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি নিজের আত্মীয় ও ঘনিষ্ঠদের সন্তানদের বিশেষ সুবিধা দিচ্ছেন— সরকারি চাকরি, বড় বড় চুক্তি সবই তাঁদের দখলে যাচ্ছে। ফলে সাধারণ যুবকদের ক্ষোভ আরও উসকে ওঠে।
গত দুই বছরে নেপালের তরুণরা ক্রমেই সংগঠিত হচ্ছিলেন। ছোট গ্রাম থেকে শুরু করে শহরের বড় বড় রাস্তায় ছড়িয়ে পড়েছিল স্বজনপোষণের বিরুদ্ধে আন্দোলন। এবার সেই প্রতিবাদ আগের যেকোনও সময়ের চেয়ে বিস্ফোরক হয়ে উঠেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us