/anm-bengali/media/media_files/2025/08/13/pakistan-taliban-2025-08-13-08-52-45.jpg)
নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের বাজওর উপজাতি জেলায় সেনাবাহিনীর বৃহৎ অভিযান শুরুর পর প্রায় ৫৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। সোমবার খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদে এই তথ্য জানান আওয়ামী ন্যাশনাল পার্টির বিধায়ক নিসার বাজ। তিনি সতর্ক করে বলেন, আরও কয়েক লাখ মানুষ কারফিউয়ের কারণে এলাকায় আটকে রয়েছেন এবং বের হতে পারছেন না।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/28/pakistani-taliban-2025-07-28-19-31-40.jpg)
নিসার বাজ অভিযোগ করেন, “পুরো জনসংখ্যা কার্যত কারফিউয়ের বন্দি হয়ে আছে, যার ফলে তাদের নিরাপদ স্থানে যাওয়া বন্ধ হয়ে গেছে। এ সময়ে মানুষের চলাচলে বাধা দেওয়া সত্যিই অবাক করার মতো।”
সোমবার থেকে পাকিস্তানি সেনারা তিন দিনের ‘টার্গেটেড অপারেশন’ শুরু করেছে বাজওরের লোই মামুন্ড ও ওয়ার মামুন্ড তহসিলে। আফগানিস্তান সীমান্তবর্তী এই এলাকা আগে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) শক্ত ঘাঁটি ছিল। গত সপ্তাহে জঙ্গি কমান্ডারদের সঙ্গে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পরই এই অভিযান শুরু হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us