/anm-bengali/media/media_files/2025/09/15/pakistan-army-a-2025-09-15-20-17-21.jpg)
নিজস্ব সংবাদদাতা: সোমবার পাকিস্তানের বালুচিস্তানের মাণ্ড এলাকার শান্ডে ভয়াবহ বিস্ফোরণ ঘটল। সেনাদের একটি গাড়ি নিয়মিত টহল দিচ্ছিল, ঠিক তখনই রাস্তায় পেতে রাখা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে গাড়িটি উড়ে যায়, আর ভেতরে থাকা পাঁচজন সেনা ঘটনাস্থলেই প্রাণ হারান।
শহিদ পাঁচ সেনার নাম প্রকাশ করেছে কর্তৃপক্ষ—ক্যাপ্টেন ওয়াকার কাকার, নায়েক জুনাইদ, নায়েক ইসমত, ল্যান্স নায়েক খান মোহাম্মদ এবং সিপাহী জহুর।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/07/BhNKB5NYCXE2t5U1FrFy.jpg)
এমন হামলা নতুন নয়। সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন প্রদেশে একের পর এক সহিংসতার ঘটনা ঘটছে। এর আগে, ৬ সেপ্টেম্বর খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন বিস্ফোরণ ঘটে। সেখানেও আইইডি ব্যবহার করা হয়েছিল। ওই ঘটনায় একজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে টানা এমন ঘটনায় পাকিস্তান জুড়ে ফের ছড়িয়ে পড়ছে ভয় এবং অনিশ্চয়তা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us