বিদেশে স্বপ্ন ভেঙে গেল! শিকাগোয় দুর্ঘটনায় প্রাণ গেল হায়দরাবাদ যুবকের

শিকাগোতে মৃত্যু হল হায়দরাবাদর ২৫ বছরের যুবকের।

author-image
Tamalika Chakraborty
New Update
hyderabad dead

নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হায়দরাবাদের ২৫ বছর বয়সী যুবক শেরাজ মেহতাব মোহাম্মদ। তিনি হায়দরাবাদের চান্চালগুডা এলাকার বাসিন্দা আলতাফ মোহাম্মদ খানের পুত্র।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে রবিবার, যুক্তরাষ্ট্রের ইলিনয়ের শিকাগো শহরের ইভানস্টন এলাকায়। জানা গেছে, শেরাজ সম্প্রতি ভালো কাজ ও জীবনের সুযোগের সন্ধানে শিকাগোতে পাড়ি দিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নই শেষ হলো এক মর্মান্তিক দুর্ঘটনায়।

হায়দরাবাদে তাঁর পরিবারকে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে, এবং এখন তাঁর মৃতদেহ ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

dead

এই মর্মান্তিক ঘটনাটি ঘটল এমন এক সময়ে, যখন মাত্র ৪৮ ঘণ্টা আগেই আরেক হায়দরাবাদি তরুণের মৃত্যু হয়েছে আমেরিকায়।
চন্দ্রশেখর পোলে নামের ওই ছাত্র টেক্সাসের ডেন্টন শহরের একটি গ্যাস স্টেশনে পার্ট-টাইম কাজ করছিলেন, তখনই সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

দুই তরুণের এমন পরপর মৃত্যুতে হায়দরাবাদ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এই খবরটি প্রথম প্রকাশ করেন তেলেঙ্গানার প্রাক্তন মন্ত্রী ও বিআরএস বিধায়ক টি. হরিশ রাও, যিনি টুইট করে দুই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেরাজ ও চন্দ্রশেখর—দু’জনেই স্বপ্ন নিয়ে গিয়েছিলেন আমেরিকায়, কিন্তু সেই স্বপ্নের দেশেই তাদের জীবনের করুণ পরিসমাপ্তি।