মদ্যপ অবস্থায় ঋষি সুনককে হত্যার হুমকি! যুবককে জেলে পাঠাল আদালত

প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অপরাধে জেল হেফাজত হল ২১ বছরের যুবকের।

author-image
Tamalika Chakraborty
New Update
ggggg

নিজস্ব সংবাদদাতা: ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে হত্যার হুমকি দিয়ে বর্ণবাদী ইমেইল পাঠানোয় ২১ বছরের এক যুবককে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। অভিযুক্তের নাম লিয়াম শ’‌, ইংল্যান্ডের মেরসিসাইড এলাকার বারকেনহেডের বাসিন্দা। আদালত তাকে ১৪ সপ্তাহের কারাদণ্ড এবং দুই বছরের জন্য নিষেধাজ্ঞা  জারি করেছে।

ঘটনাটি ঘটে গত বছরের জুন মাসে, যখন ঋষি সুনাক তখনও প্রধানমন্ত্রী পদে ছিলেন। শ’‌ স্বীকার করেছে যে, সে ঋষি সুনাকের সরকারি সংসদীয় ইমেইল ঠিকানায় দু’টি হুমকিমূলক ও বর্ণবাদী বার্তা পাঠিয়েছিল। এই ইমেইলগুলো প্রথমে নজরে আসে সুনাকের ব্যক্তিগত সহকারীর, যিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।

arrested a

ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (CPS) সিনিয়র প্রসিকিউটর ম্যাথিউ ডিক্সন বলেন, “লিয়াম শ’ সেদিন রাতে মোবাইল ফোন ব্যবহার করে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জনসাধারণের পদে থাকা ব্যক্তিকে বর্ণবাদী ও প্রাণনাশের হুমকি দেয়। এই যুগে বর্ণবাদী গালি ও হুমকির কোনও স্থান নেই।”

পুলিশ তদন্তে জানতে পারে, ওই ইমেইল শ’‌-এর ব্যক্তিগত ইমেইল ঠিকানা থেকে পাঠানো হয়েছে এবং তখন সে বারকেনহেডের একটি হোস্টেলে থাকত। ২০২৪ সালের ৩রা সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে শ’‌ প্রথমে দাবি করে, “আমি কিছুই মনে করতে পারছি না, সম্ভবত নেশাগ্রস্ত ছিলাম।”