ক্যাম্পেই শেষ হল ছুটি! ভয়াবহ বন্যায় টেক্সাসে মৃত্যু কমপক্ষে ২১ জন শিশুর, মর্মান্তিক পরিণতি

টেক্সাসে ভয়াবহ বন্যায় কমপক্ষে ২১ জন শিশুর মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
texas flood


নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির ভয়াবহতায় মৃত্যু হয়েছে অন্তত ৫৯ জনের, যার মধ্যে রয়েছে ২১ জন শিশু। স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী রবিবার এই তথ্য জানায়।

বন্যার সবচেয়ে বিপর্যস্ত এলাকা হিসেবে পরিচিত হিল কান্ট্রির কার কাউন্টি। এখানেই গুয়াদালুপে নদীর তীরে অবস্থিত একটি গ্রীষ্মকালীন শিবিরে অংশ নিতে এসেছিল বহু কিশোর-কিশোরী। গত শুক্রবার, অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিন, মধ্য টেক্সাসে অঝোরে বৃষ্টির ফলে নদীর জলস্ফীতি ঘটে এবং তা প্লাবিত করে আশপাশের এলাকা।

কার কাউন্টির শেরিফ লারি লাইথা জানিয়েছেন, ওই গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে ১১ জন কিশোরী ও এক জন মহিলা কাউন্সেলর এখনও পর্যন্ত নিখোঁজ। ক্যাম্পটি ছিল গুয়াদালুপে নদীর কাছেই।

texas flash flood

লাইথা আরও জানান, মৃতদের মধ্যে এখনও পর্যন্ত ১৮ জন প্রাপ্তবয়স্ক ও ৪ জন শিশুর পরিচয় নিশ্চিত হয়নি। যদিও তিনি স্পষ্ট করে জানাননি, এই ২২ জন মৃত্যুর তালিকায় ধরা হয়েছে কি না।

টেক্সাসের এই ভয়াবহ দুর্যোগ এখন জাতীয় স্তরেও ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান, তবে নদীর জলস্তর এখনও বিপদসীমার ওপর থাকায় বিপাকে উদ্ধারকারীরা।