/anm-bengali/media/media_files/2025/07/21/bangladesh-plane-crash-2025-07-21-18-19-53.jpg)
নিজস্ব সংবাদদাতা: ঢাকার উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১৯ জনের, আহত অন্তত ৭০ জন। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আচমকা ভেঙে পড়ে মিলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর, যখন ক্লাস চলছিল পুরো দমে।
সোমবার দুপুর ১টা ৬ মিনিটে (বাংলাদেশ সময়), বিমান বাহিনীর একটি চীন নির্মিত F-7 BGI জেট বিমান উড্ডয়ন করে। তবে কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সোজা গিয়ে ধাক্কা মারে উত্তরার ব্যস্ত স্কুল ভবনে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে স্কুলের একাংশ ভেঙে পড়ে, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক ও হাহাকার।
চোখের সামনে ঘটে যাওয়া বিভীষিকাময় ঘটনার দৃশ্য চোখে জল এনে দেয়। টেলিভিশন ফুটেজে দেখা যায়, দুর্ঘটনাস্থল থেকে উঁচু কালো ধোঁয়া ও আগুনের শিখা আকাশ ছুঁয়ে উঠছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঝাঁপিয়ে পড়েন। আহতদের ছ’টি বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন ছাত্রছাত্রীও রয়েছেন বলে জানা গেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/21/d9712dec-c8a1-4a4a-a2be-d3e9e46b5b92_a7b521bc-2025-07-21-15-19-30.webp)
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) থেকে জানানো হয়েছে, বিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনের অংশ ছিল এবং তা ওড়ার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। এখনো পর্যন্ত বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। তবে দুর্ঘটনা ঘিরে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এই দুর্ঘটনা নিয়ে গোটা দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুল ভবনের মতো ঘনবসতিপূর্ণ অঞ্চলে একটি প্রশিক্ষণ বিমানের এমন পতন, নিরাপত্তা ব্যবস্থার বড় ফাঁককে সামনে এনে দিল বলে মনে করছেন বিশ্লেষকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us