ইয়েমেনে ইসরায়েলি হামলায় ৪৬ জন নিহত, ১১ সাংবাদিকও প্রাণ হারালেন

ইসরায়েলি হামলায় ইয়েমেনে ৪৬ জন নিহত হয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
israel yamen

নিজস্ব সংবাদদাতা: শনিবার ইসরায়েলি সেনা দাবি করেছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল তারা ভূপাতিত করেছে। এই মিসাইল আক্রমণের সময় তেল আবিবসহ ইসরায়েলের মধ্যাঞ্চলে সাইরেন বাজতে শুরু করে। তবে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি।

এর আগে বুধবার ইয়েমেনে ভয়ঙ্কর আঘাত হানে ইসরায়েল। সেই হামলায় সানা শহরসহ বিভিন্ন এলাকায় অন্তত ৪৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ১১ জন নারী এবং ৫ শিশু রয়েছে। আরও প্রায় ১৬৫ জন আহত হয়েছেন বলে হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। নিহতদের মধ্যে ১১ জন স্থানীয় সাংবাদিকও রয়েছেন।

Israel

এই আক্রমণ আসে হুথি বিদ্রোহীদের চালানো এক ড্রোন হামলার পর। সেই ড্রোন ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দক্ষিণের একটি বিমানবন্দরে গিয়ে আছড়ে পড়ে। কাঁচের জানালা ভেঙে যায়, আহত হন একজন যাত্রী।

ক্রমেই তীব্র হচ্ছে ইসরায়েল-হুথি সংঘাত। একদিকে আকাশপথে ড্রোন ও মিসাইল, অন্যদিকে প্রতিশোধে বোমাবর্ষণ—উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য।