হঠাৎই সব শেষ! টেক্সাসে মধ্যরাতের ভয়াল বন্যা, ১৬০ জনের হদিশ নেই, আতঙ্কে কাঁপছে গোটা আমেরিকা!

টেক্সাসের বন্যায় কমপক্ষে ১০৯ জনের মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
texas flash flood

নিজস্ব সংবাদদাতা: টেক্সাসে হঠাৎ বন্যার দাপটে প্রাণ গেল অন্তত ১০৯ জনের, এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৬১ জনের বেশি—এমনই মর্মান্তিক তথ্য জানালেন রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও উদ্ধারকাজ চলছে জোরকদমে। মধ্যরাতে আচমকাই জল বাড়তে থাকায় বেশিরভাগ বাসিন্দাই কিছু বুঝে ওঠার আগেই ভেসে যান।

texas flood

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা গিয়েছে সেন্ট্রাল টেক্সাসের ‘ফ্ল্যাশ ফ্লাড অ্যালি’ বলে পরিচিত কার কাউন্টিতে, যেখানে একা ৯৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। গভর্নর অ্যাবট জানিয়েছেন, শুধু কার কাউন্টিতেই নিখোঁজের সংখ্যা ১৬১। "এই সংখ্যা আরও বাড়তে পারে," বলেছেন তিনি। নিখোঁজদের খোঁজে পরিবার, প্রতিবেশী ও বন্ধুদের তরফে ব্যাপকভাবে রিপোর্ট জমা পড়ছে।

এই প্রাণঘাতী দুর্যোগে বিস্তীর্ণ এলাকা জলের তলায়। বহু ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। উদ্ধারকারী দল, হেলিকপ্টার ও নৌকাযোগে চলছে নিখোঁজদের সন্ধান। রাতের অন্ধকারে বন্যা আছড়ে পড়ায় বহু মানুষ ঘুমের মধ্যেই আক্রান্ত হন।