/anm-bengali/media/media_files/2025/08/25/trump-jelenosky-2025-08-25-18-56-45.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভারত সফরে আসতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভে ভারতের রাষ্ট্রদূত ওলেক্সান্ডার পলিশচুক শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই জেলেনস্কিকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এখন দুই দেশের মধ্যে সফরের সঠিক তারিখ নিয়ে আলোচনা চলছে।
রাষ্ট্রদূত বলেন, “প্রেসিডেন্ট জেলেনস্কির এই সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক বিশাল অর্জন হবে। দিনক্ষণ ঠিক করতেই আমরা কাজ করছি।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/06/6h3QbTqpifosoGHiafQ3.webp)
কিয়েভ পরিষ্কারভাবে জানিয়েছে, তারা ভারতকে শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে। কারণ, নয়াদিল্লির সঙ্গে মস্কোর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সেই সূত্রেই ইউক্রেন চাইছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের সক্রিয় ভূমিকা। রাষ্ট্রদূত পলিশচুকের ভাষায়, “আমরা চাই, শান্তি প্রক্রিয়ায় ভারত আরও বেশি যুক্ত হোক। রাশিয়ার সঙ্গে রাজনৈতিক আলোচনায় ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিশ্লেষকদের মতে, জেলেনস্কির এই সফর হলে তা হবে ভারত-ইউক্রেন সম্পর্কের এক ঐতিহাসিক অধ্যায়। একই সঙ্গে বিশ্ব কূটনীতিতেও ভারতকে শান্তির বার্তাবাহক হিসেবে আরও এক ধাপ এগিয়ে দেবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us