ওড়িশার জলপ্রপাতের ভিডিও করতে গিয়ে তলিয়ে গেল ইউটিউবার! শিউরে উঠছে গোটা দেশ

২২ বছরের যুবক জলপ্রপাতের স্রোতে ভেসে গেলেন।

author-image
Tamalika Chakraborty
New Update
odisha man

নিজস্ব সংবাদদাতা: ওড়িশার কোরাপুট জেলার ডুদুমা জলপ্রপাতের কাছে এক ২২ বছর বয়সী ইউটিউবার সাগর টুডু শনিবার নিখোঁজ হয়েছেন। জানা গেছে, তিনি বন্ধুর সঙ্গে বেহরামপুর থেকে কোরাপুটে গিয়েছিলেন এবং তার ইউটিউব চ্যানেলের জন্য জনপ্রিয় পর্যটন স্থানগুলোতে ভিডিও শুটিং করছিলেন।

dead body .jpg

দুপুরের সময় সাগর ড্রোন ক্যামেরা দিয়ে রিল তৈরি করার সময়ই দুর্ঘটনা ঘটে। ভিডিওতে দেখা গেছে, সাগর জলপ্রপাতের মাঝখানে দাঁড়িয়ে আছেন, আর অন্যরা তাঁকে রশি দিয়ে উদ্ধার করার চেষ্টা করছেন। কিন্তু প্রবল স্রোতের কারণে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

মচাকুন্ডা ড্যামের কর্তৃপক্ষ লমতাপুট এলাকায় ভারী বৃষ্টির কারণে প্রায় ২,০০০ কিউসেক পানি মুক্তি দিয়েছিল। এর ফলে হঠাৎ স্রোত বৃদ্ধি পায় এবং সাগর মাঝপথের একটি পাথরের উপর আটকা পড়েন।

প্রয়াত উদ্ধারকর্মীরা এখন পুরো এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছেন।